শেয়ার কিনতে হলে আপনাকে লট হিসেবে কিনতে হবে। বিভিন্ন কম্পানির লট সংখ্যা বিভিন্ন।
Wednesday, July 28, 2010
Lot কি?
Labels:
share market
বাংলাদেশে সাধারন মানুষের জন্য শেয়ার ব্যবসা শেখার ভাল কোন দিক নির্দেশনা নেই। তাই শেয়ার ব্যবসা সম্পর্কে একটা ভাল ধারনা দেয়ার জন্যই আমার এই উদ্যোগ। তাই আশা রাখি আপনারা এই ব্লগের মাধ্যমে শেয়ার বাজার ও ব্যবসা সম্পর্কে একটা ভাল ধারনা পাবেন। তাই ধীরে ধীরে শেয়ার ব্যবসা শিখুন এবং বাজার থেকে লাভ করুন।