আমি শেয়ার বাজার সম্বন্ধে কিছুই জানি না। আমি কিভাবে শুরু করতে পারি? অথবা আমি শুনেছি শেয়ার ব্যবসা শিখতে পারলে রাতারাতি আমি ধনী হয়ে যাবো। এ ধরনের প্রশ্ন প্রথম বাজারে আসা সকল লোকের কাছে কমন। শেয়ার বাজারে প্রথমে যারা ব্যবসা করতে আসে তারা কিছু না জেনেই আসে। অনেকে এই অজ্ঞতা সহই মার্কেটে ঢুকে পড়ে এবং ক্ষতির সম্মুখীন হয়ে ফিরে আসে। তাই শেয়ার বাজারে ঢোকার আগে কেউ যদি একটু শিখে ঢুকে তবে তার লস খাওয়ার চান্স কম থাকে। তাই একেবারে নতুনদের জন্য আমি আমার ব্লগটি লিখছি।
Tuesday, July 27, 2010
আমি শেয়ার বাজার সম্বন্ধে কিছুই জানি না। আমি কিভাবে শুরু করতে পারি?
আমি শেয়ার বাজার সম্বন্ধে কিছুই জানি না। আমি কিভাবে শুরু করতে পারি? অথবা আমি শুনেছি শেয়ার ব্যবসা শিখতে পারলে রাতারাতি আমি ধনী হয়ে যাবো। এ ধরনের প্রশ্ন প্রথম বাজারে আসা সকল লোকের কাছে কমন। শেয়ার বাজারে প্রথমে যারা ব্যবসা করতে আসে তারা কিছু না জেনেই আসে। অনেকে এই অজ্ঞতা সহই মার্কেটে ঢুকে পড়ে এবং ক্ষতির সম্মুখীন হয়ে ফিরে আসে। তাই শেয়ার বাজারে ঢোকার আগে কেউ যদি একটু শিখে ঢুকে তবে তার লস খাওয়ার চান্স কম থাকে। তাই একেবারে নতুনদের জন্য আমি আমার ব্লগটি লিখছি।
Labels:
share market